০১নং সিংহশ্রী ইউনিয়ন প্রায় শত বর্ষের ও আগের ইতিহাস। ইতিহাসের পাতায় তার প্রমান রেখে যায় ইতিহাসে দুই বিখ্যাত ব্যাক্তি। যাদের নাম আজ ও ইতিহাসে রয়েছে। ইতিহাসের এই দুই ব্যাক্তির নাম হল ঈশা খাঁ এবং মানসিংহ। এই দুই ব্যাক্তি সিংহশ্রীর উপর দিয়ে বয়ে যাওয়া রাস্তা দিয়ে তার সৈন্য নিয়ে এগার সিন্দুর নামক স্থানে যুদ্ধ করার জন্য গিয়েছিলেন।তখন ও এই ইনিয়নের নাম ছিল সিংহশ্রী ইউনিয়ন। বর্তামনে রায়েদ ইউনিয়ন টি সথে নিয়ে গঠিত হয়েছিল ০১ নং সিংহশ্রী ইউনিযন। পরবর্তিতে এলাকার জনসাধারনের উন্নয়নের কথা চিন্তা ভাবনা করে ইউনিয়নটিকে দু্ইভাগে ভাগ করা হয়। বর্তমানে যাহা ০৩ নং রাযেদ ইউনিয়ন নামে পরিচিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস