Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মামলার আবেদন

মামলারআবেদন

বরাবর,

          চেয়ারম্যান সাহেব,

          ০১নং সিংহশ্রীইউনিয়ন পরিষদ

          কাপাসিয়া, গাজীপুর।

 

বিষয়ঃ বৈধ জমি অবৈধ ভাবে দখল প্রসংগে আবেদন 

 বাদী:-আঃ মান্নান                                    বিবাদী

,পিতামৃত:-মোছলেহ উদ্দিন,                              মোঃ  আবুল হাসেম

গ্রাম:-বড়বাড়ী,পো:-                                  পিতা:-ছফির উদ্দিন

সিংহশ্রী,কাপাসিয়া,গাজীপুর                               গ্রাম:-ভিটিপাড়া

                                                                                                                  সিংহশ্রী,কাপাসিয়া,গাজীপুর।

জনাব,

          বিনীত নিবেদন এই যে, আমি বাদীর নিকট হইতে২০০০ ইং সনে ৩,৫০সারে তিন শতাংশ জমি সাবকবলা দলিল মুলে ক্রয় করি। এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতেমাপিয়া আমাকে দখল বুঝাইয়া দেয়।০২ বৎসর  তার ভাই এই জমি জোর দখল করে। কেন এই জমি জোর দখল করে তাহা জিজ্ঞাসা করিলে তার সাঠক উত্তর দেয় না এবং অকথ্য ভাষায় গালাগালি করে খাকে।এ বিষয়ে আমাকে প্রান নাশের হুমকি দিয়া থাকে।এই বিষয়ে সুবিচারের জন্য আপনার বরাবরে আবেদন করিতছি।

 

অতএব, হুজুর সমীপে বিনীত প্রার্থ্না এই যেেউপরোক্ত বিষয়ে সু বিচার করিতে যেন সুআজ্ঞা হয় ।

               তাং-

                                                                                                                                             বিনীত নিবেদক