হাড়িয়াদী হোসাইনিয়া দাখিল মাদ্রাসার ভবন সংখ্যা ০২ টি ।
কক্ষ সংখ্যা ১১ টি । শ্রেণী কক্ষ সংখ্যা ১০ টি ।
অফিস কক্ষ ০১ টি । লাইব্রেরী ও খেলাধুলার জন্য নির্ধারিত কোনো কক্ষ নাই ।
১৯৭৮খ্রীঃ মোঃ জামাল উদ্দিন খান মাদ্রাসার নামে ১.০৫ একর জমি প্রদান করে প্রাথমিকভাবে ফোরকানিয়া মাদ্রাসা চালু করেন এবং মাদ্রাসাটি দাতার পিতার নামে মাদ্রাসা নামকরন করেন । পরবর্তীতে এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গে সহযোগিতায় ১৯৮১ থ্রীঃ দাখির মাদ্রাসা হিসাবে প্রতিষ্ঠিত লাভ করে এবং ১৯৮৫ খ্রীঃ এম পি ও ভুক্ত হয ।
পরিচালনা কমিটি ১২ সদস্য বিশিষ্ট । সভাপতি জনাব মোঃ আজিজুল হক খান ।
সন্তোষজনক ।
একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা ।
কাপাসিয়া উপজেলা হইতে সি এন জি অথবা বাস যোগে আমরাইদ বাজারে , সেখান থেকে সি এন জি যোগে সিঙহশ্রী বাজার হইয়া হাড়িয়াদী গ্রামে মাদ্রাসায় আগমন ।
মেদাবী ছাত্র ছাত্রী ১২ জন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস