এ বিদ্যালয়ে ০২টি ভবণ । এতে ০৭টি কক্ষ সামনে সুন্দর একটি খেলার মাঠ রয়েছে।
স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি জমিদাতা মরহুম মো: আলী আকন্দ উদ্যোগে ১৯২০ সালে ৫২ শতাংশ জমিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
শিশু শ্রেণি: ২৩ জন, ১ম শ্রেণি: ৩১ জন, ২য় শ্রেণি: ৪২ জন, ৩য় শ্রেণি: ৪০জন, ৪র্থ শ্রেণি: ৩২ জন এবং ৫ম শ্রেণি: ১৭ জন।
বর্তমান পরিচালনা কমিটিতে মোট সদস্য ১১ জন। সভাপতি জনাব মো: আ: খালেক আকন্দ।
২০০৮ সাল- ১০০%, ২০০৯ সাল- ১০০%, ২০১০ সাল- ১০০%, ২০১১ সাল- ১০০% এবং ২০১২ সাল- ১০০%
শিক্ষার জন্য উপবৃত্তি চালূ আছে। বর্মতানে মোট ১২১ জন শিক্ষার্থী এ সুবিধার আওতায় শিক্ষাবৃত্তি পাচ্ছে।
ভর্তির হার ১০০%, ঝরে পড়া ০% এবং পাশের হার ১০০%।
ভবিষ্যতে এ বিদ্যালয়টিকে একটি আদর্শ , শিশুবান্ধব বিদ্যালয়ের রূপান্তকরণ।
উপজেলা সদর হতে ১৫ কিমি পূর্বে অবস্থিত
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস